যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা ভারতীয়দের দেশে ফেরত পাঠানো শুরু
- By Jamini Roy --
- 27 October, 2024
যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অবস্থানে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে। গত সপ্তাহে একটি চার্টার্ড বিমান ভাড়া করে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে, তবে কতজনকে ফেরত পাঠানো হয়েছে সে সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই পদক্ষেপটি বেআইনি অভিবাসন ও মানবপাচার রোধে ভারত সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নেওয়া হয়েছে।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (২৬ অক্টোবর) এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায় যে, অবৈধ ভারতীয় নাগরিকদের দ্রুত অপসারণের জন্য চার্টার্ড ফ্লাইট ভাড়া করা হয়েছে। গত ২২ অক্টোবর এই ফ্লাইটটি ভারতে পাঠানো হয়।
হোমল্যান্ড সিকিউরিটির সিনিয়র কর্মকর্তা ক্রিস্টি এ ক্যানেগালো বলেছেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া হবে এবং অভিবাসীদের চোরাকারবারীদের মিথ্যাচারের শিকার হতে হবে না।”
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক লাখ ৬০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। এই উদ্যোগে ভারতসহ ১৪৫টি দেশের উদ্দেশে ৪৯৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এখন যুক্তরাষ্ট্রের সরকারের এই পদক্ষেপের পেছনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপট রয়েছে এবং তারা অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম চালাচ্ছে। বিশেষ বার্তা দিয়ে অবৈধ ভারতীয় নাগরিকদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক বছরে এভাবেই ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, এবং এর জন্য বিমানের ৪৯৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।